Sunday, February 2, 2025

নামাজ শেষে ফেরার পথে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

আরও পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে বিএনপির এক কর্মীকে গুলি করার পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক নিহতের স্বজন ও পুলিশ এই হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানাতে পারেনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন (৩৫) একই ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কবির স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কবির ফিরে এলাকায় আসেন। তার বিরুদ্ধে বিগত সরকারের সময় দায়ের করা বেশ কয়েকটি মামলা ছিল। শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের জুমার নামাজ পড়তে যান। জুমার নামাজ আদায় করে তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশে বের হন। কিছু পথ যাওয়ার পর মুখোশপরা ৫-৬ জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশা যোগে এসে তার পথরোধ করে গুলি করে। এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বাম পায়ের রগ ও গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

আরও পড়ুনঃ  উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী প্রতিমন্ত্রী পলক

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ