আগামী ৩১ ডিসেম্বর কী ঘটতে চলেছে এমন খবরে যখন সোশ্যাল মিডিয়া গরম, ঠিক তখনই বোমা ফাটালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২৮ ডিসেম্বর) ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘এটা মুজিববাদের কবরের ঘোষণা’। এর ঠিক এক ঘণ্টা আগেই আগামী ৩১ ডিসেম্বর শহীদ মিনারে এক কর্মসূচি ঘোষণা করেন তিনি।
যদিও ৩১ ডিসেম্বর আলোচনায় অন্য কারণে। এদিন বিকেলে একই সময়ে ৩১ ডিসেম্বর লিখে পোস্ট করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।
শনিবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের প্রোফাইল থেকে এসব পোস্ট দিচ্ছেন তারা। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম লিখেছেন, ৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা, এখনই সময়, বাংলাদেশের জন্য…
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!’ এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অনেকেই একই ধরণের ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন।