আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি রাজধানীর ইসিবি চত্ত্বর এলাকার ভূমিদস্যু অনলাইন আখতারুজ্জামানের বিরুদ্ধে
মুফতি মাওলানা ইব্রাহীম অব্যাহত হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তার মালিকানাধীন অ্যাভেরোস স্কুলের জমি ও ফ্ল্যাট আখতারুজ্জামান পুলিশ ও সশস্ত্র ক্যাডার নিয়ে দখলের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছেন মুফতি ইব্রাহীম।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে স্কুল অডিটরিয়ামে সাবেক পিস স্কুলের প্রতিষ্ঠাতা ও অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
তিনি বলেন, আখতারুজ্জামান পলাতক থেকে এয়ারপোর্ট থানা শ্রমিক লীগের সহ-সভাপতি রানাকে ব্যবহার করে অব্যাহত হত্যার হুমকি দিয়ে মালিকানা থেকে সরিয়ে দেওয়ার পায়তারা করছে।
পিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মাদ ইব্রাহীমকে ভূমি দস্যু অনলাইন আখতারুজ্জামান সশস্ত্র অবস্থায় দলবল নিয়ে তুলে নেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
তিনি জানান, গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্কুল অডিটোরিয়ামে স্কুলের পরিচালক, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সামনে অনলাইন আক্তার ওরফে খান আখতারুজ্জামান পুলিশ ও সশস্ত্র ক্যাডার নিয়ে আশালীন আচরণ করতে শুরু করেন এবং হত্যার হুমকি প্রদান করেন। যা সিসি টিভির ফুটেজ ও ভয়েস রেকর্ডে সংরক্ষিত রয়েছে।
মুফতি ইব্রাহীম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সামনে ভূমিদস্যু খ্যাত খান আখতারুজ্জামানের গালমন্দ, আশালীন আচরণ এবং উপর্যুপরি হত্যার হুমকি, অনভিপ্রেত এবং এটা হত্যাচেষ্টার সামিল। স্কুলের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুলিশের সহায়তায় এবং পুলিশকে সঙ্গে নিয়ে যে আচরণ করেছেন তা খুবই হতাশাজনক।
তিনি আরও বলেন, জাতির জন্য সতর্কতামূলক এসব বার্তা। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কি এমন পুলিশ বাহিনী চেয়েছিলাম? তা জাতির কাছে আমার জিজ্ঞাসা। এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে।
মুফতি ইব্রাহীম বলেন, আমাদের অন্য তিনজন পরিচালকদের সঙ্গে কখনও কোনরকম সমস্যা হয়নি। শুধু এই আখতারুজ্জামানের সঙ্গে আমাদের তিনজনের মতের গড়মিল হয়ে থাকে। যা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
‘ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
তিনি আরও বলেন, সব দলেই দেশপ্রেমী মানুষ থাকেন ৭০-৮০ শতাংশ কিন্তু বাকি অল্পসংখ্যক সুবিধাভোগী লোকের কারণে বড় দলগুলো প্রতারণার শিকার হয়ে থাকে। অনলাইন আখতারুজ্জামান ভূমিদস্যু, ঋণখেলাপী এবং হত্যা মামলার আসামি। টাকা এবং ক্ষমতা দেখিয়ে সব কিছু কুক্ষিগত করতে চায়। এসব বরদাস্ত করা হবে না। ক্ষমতা ও টাকার লোভী অনলাইন আখাতারুজ্জামানের বিচার হবেই নতুন বাংলাদেশে।