Sunday, March 16, 2025

গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি তুলে ব্ল্যাকমেইল, খুলনায় গ্রেপ্তার ২

আরও পড়ুন

পোশাক পরিবর্তনের ভিডিও ও ছবি ধারণ করে গৃহবধূকে হয়রানির অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- দামোদর গ্রামের নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে নাজমুল শেখ বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় গোসলের সময় কৌশলে তার অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

আরও পড়ুনঃ  আইনজীবী সাইফুল হত্যায় আরেক আসামি রুমিত দাশ গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নাজমুল ও তার সহযোগী আশরাফ আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার দুই যুবক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ