Monday, March 17, 2025

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ জামায়াত সমর্থক ২ যুবক আটক

আরও পড়ুন

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে রামু চৌমুহনী স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে মো আবদুল আজিজ (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি এলাকার মৃত অলি আহমদের পুত্র নুরুল আমিন (২৫)।

আরও পড়ুনঃ  মাদরাসায় যাওয়ার পথে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

স্থানীয় সূত্র জানায়, আটক দুইজন জামায়াত ইসলামীর সমর্থক| এদের মধ্যে আবদুল আজিজ শিবিরের রাজনীতিতেও সক্রিয় ছিলেন|

এই অভিযানে নেতৃত্বদানকারী ডিএনসির উপ-পরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া গ্রামের মো. শহিদুল্লাহ প্রকাশ বাবুলসহ দুই জন পালিয়ে যায় বলে তিনি জানান। আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানান তিনি।

এদিকে আটক দুই যুবকের দাবি, এসব মিথ্যা। তারা এ ঘটনায় জড়িত নন। তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ