কবিরাজি চিকিৎসার কথা বলে ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা সদর থানার পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সকালে পৌরসভার নেওয়াজনগর এলাকার ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই কবিরাজের নাম আব্দুল হামিদ (৬৭)। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামে।
তিনি গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে। নেত্রকোনা পৌরসভার সার্কিট হাউজ মোড়ে তার কবিরাজি চিকিৎসার দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে ও নানা প্রলোভন দেখিয়ে গত ১০ মার্চ সকাল ১১টার দিকে পৌরশহরের জয়নগর এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর মা তার মেয়েকে ধর্ষণের ঘটনা জানতে পেরে আজ সোমবার নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, ওই কবিরাজকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কবিরাজ হামিদ সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।