Friday, May 9, 2025

ভারতের সঙ্গে বাণিজ্য বেড়েছে : প্রেস সচিব

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে। অন্তর্বর্তী সরকারের এই সাত মাসে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষি পণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে আম, কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশা করছি চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি খুব বড় আকারে রপ্তানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের ৪ মিলিয়ন ডলার দিচ্ছে, রপ্তানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর দলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।

আরও পড়ুনঃ  একটা প্রশ্নের জন্য হাসিনা স্টাইলে ৫ টা ট্যাগ আমাকে দেওয়া হচ্ছে: খালেদ মুহিউদ্দীন

তিনি আরও বলেন, প্রফেসর ইউনুস চাচ্ছেন চীনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নত মানের স্বাস্থ্য সেবা মিলবে। চীনের স্বাস্থ্য সেবা খুবই নামকরা। এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাবো। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই স্বাস্থ্য সেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন, এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।

আরও পড়ুনঃ  উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি

সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আগামী শনিবার প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। ক্রীড়া প্রতিষ্ঠানে বিভিন্ন এডহক কমিটিগুলো ছিল সেগুলো পরিবর্তন করার জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই সার্চ কমিটির জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না, আজকে এক চিঠিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ