Sunday, January 19, 2025

সাতক্ষীরায় মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি, চলছে প্রার্থীদের লড়াই

আরও পড়ুন

সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে। জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও পাঁচবারের ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এবং আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়ার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এলাকায় শোরগোল চলছে। তাদের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা।

জানা যায়, আগামী ২৮ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মুখোমুখি অবস্থানে এখন আওয়ামী লীগ-বিএনপি।

আরও পড়ুনঃ  সেনানিবাসে ৫ আগস্ট কী হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান মাসউদ

গত ২৪ এপ্রিল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার প্রচারণাকালে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের লোকজনের নামে মামলা হয়। যদিও চেয়ারম্যান আব্দুর রউফের লোকজন এটাকে সাজানো নাটক বলে অভিযোগ করেছেন।

অন্যদিকে, বিএনপির সিন্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় আব্দুর রউফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন একটি সূত্র।

এরপরও রউফ সমর্থকরা জানিয়েছেন, যদি নির্বাচন সুষ্ঠ হয়, ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে আব্দুর রউফের জয় শতভাগ নিশ্চিত।

আরও পড়ুনঃ  ‘বাবা তুমি শান্তিতে ঘুমাও, আবার আমাদের দেখা হবে’—নিহত বুয়েট শিক্ষার্থীর মা

জিয়াউল ইসলাম জিয়ার সমর্থকরা জানান, এবার ভোটাররা পরিবর্তন চায়। অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচতে ও নিজেদের সম্মান রক্ষায় দীর্ঘ দিনের নির্বাচিত চেয়ারম্যানকে হারিয়ে জিয়ার জয় শতভাগ সুনিশ্চিত বলে তাদের আশাবাদ।

এ বিষয়ে জিয়াউল ইসলাম জিয়া জানান, তার প্রতিপক্ষ প্রার্থী বিএনপির একজন সন্ত্রাসী। নতুন প্রার্থী হিসেবে তারা প্রচারণায় বাঁধা সৃষ্টি করছে। তিনি জয়ী হলে আলিপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ে তোলা হবে বলে।

একই ভাবে সুষ্ঠু নির্বাচন হলে তিনিও জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে জানান।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে মডেলকে গুলি করে হত্যা (ভিডিও)

সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মেহেদী হাসান জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে। আগামী ২৮ এপ্রিল সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ