Thursday, February 13, 2025

মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে একজন ফিরলেন লাশ হয়ে, আরেকজন নিখোঁজ

আরও পড়ুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার আলাপুর আশ্রয়ণ কেন্দ্রের পাশের খোয়াই নদীতে এ ঘটনা ঘটে।

তারা হলো- হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের সালেক মিয়ার ছেলে জুনাইদ মিয়া আহমদ (১০) ও মোশাহিদ মিয়া (৬)। নিখোঁজদের মধ্যে ডুবুরি দল মোশাহিদের মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে। রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত জুনাইদের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন : আজহারী

তাদের মা মনোয়ারা খাতুন বলেন, আমি দুই ছেলেকে নিয়ে গত শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসি। খালাতো ভাইয়ের সঙ্গে মোশাহিদ ও জুনাইদ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এরপর তাদের সঙ্গে অন্য শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানায়। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, শিশুরা তাদের মায়ের সঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খালার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায়। পরে সিলেট থেকে ডুবুরি দল এসে শিশু মোশাহিদের মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করে। জুনাইদকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে তাকে জীবিত উদ্ধার করার আশা শূণ্য বলেও জানিয়েছেন ওসি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ