Wednesday, February 5, 2025

এবার কবি নজরুল কলেজে প্রকাশ্যে ছাত্রশিবির

আরও পড়ুন

শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং কলেজ ও ছাত্রাবাস উন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে যাত্রা শুরু করলো কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবির। আজ সোমবার (৯ ডিসেম্বর) কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করার মধ্য দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রমের সূচনা করে।

স্মারকলিপি প্রদানকালে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক হায়দার মিয়া এবং শিক্ষকমণ্ডলীর সম্পাদক অধ্যাপক মিলকি আমাতুন মুগনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে নববর্ষ উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ প্রকাশনা উপহার দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ভারতকে ভালোবাসি, আমাকে থাকতে দিন: তসলিমা নাসরিন

ছাত্রশিবিরের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের উন্নয়ন; শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ; দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ; দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন; মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠায় ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়ন; আধুনিক লাইব্রেরি ও উন্নত ল্যাব স্থাপন; ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা; শহীদদের স্মরণে ভবন নামকরণ।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম।

আরও পড়ুনঃ  ভারতে মসজিদ নিয়ে তিন মুসলিমকে গুলি করে হত্যা, ঘটনার পেছনে কী?

কলেজ প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ