Wednesday, February 5, 2025

ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

আরও পড়ুন

কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় একটি ভবনের ফ্ল্যাট থেকে রুবিনা খাতুন (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়া আদালতে জিআরও অফিসে কর্মরত ছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবিনা মেহেরপুর জেলার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। একই থানার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে আলাল শেখ (৩০) তার স্বামী।

পুলিশ জানায়, কমলাপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন রুবিনা। ছেলে-মেয়েরা নানা বাড়ি বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুজনই বাড়ি ছিলেন। সারাদিন সহকর্মীরা রুবিনাকে মোবাইলে কল দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে বিষয়টি জানান। এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানান সহকর্মীদের কল ধরছেন না রুবিনা।

আরও পড়ুনঃ  কত কোটি টাকার চুক্তিতে এমপি আনারকে খুন করান তার বন্ধু

তখন রুবিনার স্বামী আলাল জানান অসুস্থ থাকায় সকাল থেকে তিনি রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছেন। সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত বলা যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ