Friday, March 14, 2025

রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান’

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই কথা বলেন।

হাসনাত বলেন, আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না।

স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না।

আরও পড়ুনঃ  অপছন্দের খাবার খেতে বাধ্য করতেন প্রেমিক, পাইলটের ‘আত্মহত্যা’

তিনি বলেন, যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ