পারিবারিক দ্বন্দ্বের জেরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক বিরোধের জেরে মাদ্রাসার এক শিক্ষক তারই আত্মীয় এক ছাত্রকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম চাড়াখালী আজিজিয়া মাদ্রাসায় এই নিন্দনীয় ঘটনা ঘটে। আহত ছাত্র মো. তরিকুল ইসলাম (১৬) মনোহরপুর গ্রামের মো. নাজির হোসেনের ছেলে এবং ওই মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুল্লাহ একই পরিবারের দূরসম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।
আহতের মা জানান, মাওলানা আব্দুল্লাহর সঙ্গে তাদের জমি ও রাস্তা নির্মাণসংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে আগের দিন কথাকাটাকাটিও হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ভেতরেই তরিকুলকে বেধড়ক মারধর করেন শিক্ষক আব্দুল্লাহ। তিনি কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে তরিকুলকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। দুপুরের দিকে যখন কক্ষের দরজা খোলা হয়, তখন সুযোগ বুঝে তরিকুল পালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। কিন্তু শিক্ষক আব্দুল্লাহ ছাত্রদের দিয়ে তাকে তাড়া করতে বলেন। কোনো রকমে দৌড়ে বাড়িতে পৌঁছানোর পর সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।