Monday, March 24, 2025

চরমোনাই পীরের নেতৃত্বে জোট বাঁধছেন ভিপি নুর!

আরও পড়ুন

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে আজ শুক্রবার সমাপ্ত হয়েছে চরমোনাই দরবারের বার্ষিক ওয়াজ মাাহফিল। প্রতি বছর এই মাহফিলে ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেন।

এবার ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনে মাহফিলের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতির পাশাপাশি জোট গড়ারও প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন।

মাহফিল চলাকালে শুধু ইসলামী আন্দোলনের নেতারাই নন, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক জাতীয় নেতাও অংশ নেন। উপস্থিত থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এবারও ওয়াজ মাহফিলের মঞ্চে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অনেক নেতার পাশাপাশি দেখা গেছে গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে।

আরও পড়ুনঃ  ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

চরমোনাইয়ের একটি সূত্র জানিয়েছে, ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে এবার একটি জোটের প্রস্তুতি চলছে। চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই জোট গঠন হবে। জোটে ধর্মভিত্তিক দলের বাইরে যুক্ত হচ্ছেন ভিপি নুর। তিনি বৃহস্পতিবার মাহফিলের দ্বিতীয় দিনে চরমোনাইয়ে ছিলেন।

জানা গেছে, গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বুধবার সড়কপথে চরমোনাইয়ে যান। বৃহস্পতিবার ফজরের নামাজের পর নূরকে পাশে বসিয়ে নিয়ে আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বয়ান শুরুর আগে মঞ্চে নুরকে টুপি পরিয়ে তাকে বরণ ও মুসল্লিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন পীর।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করে নৃশংসভাবে খুন সৌরভ, সেই ইভা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

দুপুরে মাহফিল প্রাঙ্গণে ওলামা-মাশায়েখ সুধী সম্মেলনে বক্তব্য দেন ভিপি নুর। বক্তব্যে তিনি চরমোনাই পীরের সঙ্গে জোটের আভাস দেন।

নুর ছাড়াও সম্মেলনে বক্তব্য দেন ফরায়েজী আন্দোলনের আমির বাহাদুরপুরের পীর মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ইসলামী বক্তা হাফিজুর রহমান সিদ্দিক, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী প্রমুখ। উপস্থিত ছিলেন নেজামী ইসলামীসহ আরো কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতারা।

আরও পড়ুনঃ  টাকার প্রলোভনে শাহবাগে লোক ‘জড়োর’ চেষ্টা, মাহবুবুল আলম গ্রেপ্তার

চরমোনাইয়ের মাহফিলে জামায়াতে ইসলামীর কেউ ছিলেন না। অন্যান্যবার বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল মাহফিলে অংশ নিলেও এবার দলটির কেউ যাননি।

এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, অনেক আগে থেকেই সমমনাদের নিয়ে জোট গঠনের তৎপরতা শুরু হয়েছে। চরমোনাইয়ে ওলামা-মাশায়েখ সম্মেলনে গিয়ে কয়েকটি দলের নেতারা সংহতির কথা জানিয়েছেন। ফলে আরো একধাপ এগিয়ে গেছে জোট গঠনের উদ্যোগ।

এ ব্যাপারে নুরুল হক নুরের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ