ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। তাকে ভারতের ‘হনুমান’ তকমা দিলেন অভিনেতা। অমিত শাহ রাজনীতির ময়দানে ‘চাণক্য’ নামে পরিচিত। তবে তাকে এবার নতুন উপাধি দিলেন বরুণ ধাওয়ান।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বরুণ আসন্ন ‘বেবি জন’ ছবির প্রচারণায় ব্যস্ত। সিনেমার প্রচারের উদ্দেশে তিনি দিল্লির একটি আলোচনা সভায় যোগ দেন। সেই সভায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। সেখানেই রাম ও রাবণের পার্থক্য বিষয়ক একটি প্রশ্নের উত্তর দিয়ে অভিনেতার মন জয় করে নেন রাজনীতির চাণক্য।
সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।