Thursday, January 16, 2025

বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত সাম্প্রতিক টানাপোড়নের মধ্যে এবার সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেয়া শুরু করল ভারত। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ২৯ কিলোমিটার সীমান্ত এলাকায় এবার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। মূলত জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হয়েছে। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নেই চলছে নির্মাণ কাজ।

আরও পড়ুনঃ  ‌‘আ.লীগ-বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতের নেই’

জলপাইগুড়ি সংসদ সদস্য ডা. জয়ন্ত কুমার রায় জানান,কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা টুকু বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রাম গুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে।

সম্প্রতি অনুপ্রবেশের আশঙ্কায় জিরো পয়েন্টে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাহিনীর তরফে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে এমন আশঙ্কায় কেন্দ্রের নির্দেশে শুধু নজরদারি বৃদ্ধি নয় উন্মুক্ত সীমান্তগুলির কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ