হাসনাতের আহ্বানেও রাস্তা ছাড়েননি চিকিৎসকরা
শাহবাগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা করা হবে বললেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তাদের বুঝাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আসলেও তাকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলকারীরা।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগে চিকিৎসকদের কথা বলতে আসেন হাসনাত আবদুল্লাহ।
তিনি চিকিৎসকদের বলেন, আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে। এসময় সরকারকে সহযোগিতা করারা আহ্বান জানান তিনি।
এর আগে সরকার এক প্রজ্ঞাপনে ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা বাড়ান। তবে তা না মেনে সড়কে অবরোধ করে রাখায় আজ জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা ভাতা করা হবে বলে জানিয়েছে সরকার। তবে তাতে মানতে নারাজ ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনকারীরা।