Saturday, January 18, 2025

চাঁদা না দেওয়ায় কোটি টাকার নির্মাণসামগ্রী লুট করলেন বিএনপি নেতা

আরও পড়ুন

নারায়ণগঞ্জের সোনরগাঁয়ে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় কোটি টাকার মালপত্র লুটে করেছে দুর্বৃত্তরা। এসময় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ.এন.জেড নামের টেক্সটাইল মিলসের স্থাপনা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকালে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক- কর্মচারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার জামপুরের কদমতলী এলাকায আনোয়ার হোসেনের মালিকানাধীন এ.এন.জেড টেক্সটাইল মিলসের ভবন নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন কাজ চলমান থাকা অবস্থায় কয়েকদিন আগে একদল দুর্বৃত্ত এসে শ্রমিকদের মারধর করে পঁচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তবে প্রতিষ্ঠানটির মালিক তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে বুধবার সকালে বিএনপি স্থানীয় নেতা পরিচয়ধারী আশরাফ ভূঁইয়ার ও মোতালেব মেম্বারের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন এসে ভাংচুর ও হামলা চালায়। এসময় শ্রমিকদের আটকে রেখে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট ও ৩০ টন আইভীম লুট করে।

আরও পড়ুনঃ  ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের

হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর জড়িতরা গ্রেপ্তার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ ঘটনা জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। দ্রুত হামলাকারীরা আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ