Friday, March 14, 2025

অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইনশৃঙ্খলার অবনতি ঘটে : রুমিন ফারহানা

আরও পড়ুন

কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে, কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বজায় থাকে না। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইনশৃঙ্খলার অবনতি ঘটে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  যেখানে মব সেখানেই গ্রেপ্তারের ঘোষণা, দেখা হবে না ধর্ম-মত

রুমিন ফারহানা বলেন, সন্ধ্যার ঢাকা শহরে মানুষ এখন ঘর থেকে বের হতে ভয় পায়। তাই এ সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচন। নির্বাচিত সরকার থাকলে প্রশাসন এবং পুলিশ শৃঙ্খলাবদ্ধ থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা সঠিকভাবে চলতে সংঘবদ্ধ শক্তি হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। তবে বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিদায় করলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি।

আরও পড়ুনঃ  আদালতের এজলাসে হট্টগোল, ইনুর হাতকড়া খুলে দিল পুলিশ

বিএনপির এ নেত্রী বলেন, বিগত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। মানুষের এ ইচ্ছার প্রতি সরকারকে সম্মান জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ দেশের মানুষ এই দেশের মালিক। তাদের হাত থেকে মালিকানা কেড়ে নেওয়ার চেষ্টা না করতে সরকারকে আহ্বান জানাই।

আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক। জনসভাকে ঘিরে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ