Thursday, March 13, 2025

মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনও টাকা দেয়নি: প্রেস সচিব

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ করেছিলেন। সেখানে এক বিলিয়ন ডলার … অনেকে বলেন, সমর্থকরা বলতে চেষ্টা করেন যে, এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। জনগণের ট্যাক্সের টাকায় এটি এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এতথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে যে, খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে ৮ কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেখানে উনি মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে অনেকেই বলছেন যে, সেটা না হলে অর্ধেক খরচে করা যেতো। সেই বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে।’

আরও পড়ুনঃ  ১৪ তলা ভবন থেকে দেয়াল পড়ল মাথায়, জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সুরাইয়া

শফিকুল আলম বলেন, ‘এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, অন্যায়-অনাচার হয়েছে, সেগুলো তারা তদন্ত করে দেখবেন।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। চার দিনের সফরে তিনি চীনে যাবেন। সেখানে একটি আন্তর্জাতিক কনফারেন্স আছে, সেখানে অনেক আন্তর্জাতিক নেতারা আসেন। উনি ওখানে কথা বলবেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সম্মেলনের বাইরেও চীনের প্রেসিডেন্ট শিজিং পিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’

আরও পড়ুনঃ  এবার আলুর কেজি ৪২০ টাকা!

প্রেস সচিব আরও বলেন, ‘৬টি সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, যা প্রায় ২ হাজারের মতো। সেখানে এমন কিছু বিষয় আছে, সেগুলোর জন্য আসলে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। নীতিগতভাবে নির্দিষ্ট মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়ন করতে পারে। সেগুলো খুব প্রশাসনিক সিদ্ধান্ত, এগুলোর সঙ্গে অর্থেরও সংশ্লিষ্টতা তেমন নেই। সেই সিদ্ধান্তগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায়, সেজন্য আজকে প্রধান উপদেষ্টা বলেছেন ‘

তিনি বলেন, ‘এটার ওপর কাজ হচ্ছে। ৩৯ পৃষ্ঠার একটি নথি তৈরি করা হচ্ছে যে, কোন কোন কাজগুলো করা হবে এবং এই সিদ্ধান্তগুলো প্রতিটি মন্ত্রণালয়ে বিতরণ করা হবে। তারা তাদের মতো করে এই কাজগুলো বাস্তবায়ন করবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ