Sunday, March 16, 2025

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনিতে দুইজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে।

সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন ও আবু ছালেক। গুলিবিদ্ধ স্থানীয় পাঁচ বাসিন্দা হলেন- ইকবাল, ওবায়দুল হক, আব্বাস উদ্দিন, মামুনুর রশিদ ও নাসির উদ্দিন।

জানা গেছে, সোমবার রাত ১০টার মধ্যে চারটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় করে আসা দুইজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

আরও পড়ুনঃ  পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছে: রিজভী

নিহত এক লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ডাকাত সন্দেহে মসজিদের মাইকে প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ৯০ হাজার পুলিশ দলীয় বিবেচনায় নিয়োগ: ডিএমপি কমিশনার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত চার জনকে প্রথমে এখানে আনা হয়েছিল। পরে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ