Friday, March 14, 2025

সেই সুমনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ওসিকে রিজভীর ফোন

আরও পড়ুন

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ফোন করে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা সুমনের বিরুদ্ধে ঘটনার তদন্ত এবং আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে। সুমন বিএনপির দপ্তর থেকে পাঠানোর কথা বলে ওসিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে সুমন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর রুহুল কবির রিজভী বিএনপির দপ্তর থেকে তথ্য নিয়ে নিশ্চিত হন যে, সুমন ভুয়া পরিচয়ে থানায় গিয়ে এমন অপকর্ম করেছেন। তিনি এরপর আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণের জন্য দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  হাত বিচ্ছিন্ন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, এমন সময় ওই ব্যক্তি এসে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ