বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘আপনারা দেখেছেন নারীরা মিছিল করে বলছেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এটা সাড়ে ১৫০০ বছর আগে ইসলাম বলে দিয়েছে, ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা। তাহলে বাংলার জমিনে ঘটনার পুনরাবৃত্তি হবে না।’ আজ রবিবার সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ‘একটা ধর্ষণের মামলা করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয় ভুক্তভোগীদের। একটা মামলার পর সাত-আট বছর গেলেও তার সুরাহা হয় না। আমরা এই বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুনঃ