Sunday, March 16, 2025

দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’

আরও পড়ুন

‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও ছাত্রীদের হল অতিক্রম করে আবারও জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এ সময়ে শিক্ষার্থীদের, দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, একটা দুইটা ধর্ষক ধরে, ধইরা ধইরা জবাই কর ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  আল্লাহকে যে নামে ডাকলে দোয়া কবুল হয়

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আবার যদি কোনো ধর্ষণের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আবারও জুলাই পুনরাবৃত্তি ঘটবে। ধর্ষক চিহ্নিত হওয়ার পরও কেন বিচার করতে ৯০ দিন সময় লাগবে? ধর্ষক চিহ্নিত হওয়ার পর অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির হোসেন রিয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গিয়েছে। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে জনগণকে পদদলিত করছে। যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় না নেমেছি, ততক্ষণ পর্যন্ত সরকার কোনো বিশৃঙ্খলার সুরাহা করেনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ