Thursday, March 13, 2025

জামালপুরে ইফতারের প্যাকেট না পেয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ ৬ জন আহত

আরও পড়ুন

জামালপুরে ইফতারের প্যাকেট না পেয়ে দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ইফতারের পর শহরের আজাদ ডাক্তার মোড় সংলগ্ন খেজুরতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন— দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ হাসান (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭)। আরও আহত হয়েছেন, জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বিশ্বে নেতা আছেন মাত্র দুইজন: এরদোয়ান

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মারামারি হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ, দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে ব্যাপক মারধর করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক ও জিহান, মুসলিমাবাদ এলাকার শুভ আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে করে স্থানীয়রা ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ