চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক উপপরিদর্শককে হুমকি দিয়ে সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ওই ভিডিও ভাইরাল হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় এ হুমকির ঘটনায় পুলিশ শাওনকে আটক করে থানায় নিয়ে গেছে।
গতকাল বুধবার তাঁকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী। তিনি জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওনকে সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা রয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিছেন।
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাওনকে পুলিশের এক এসআই একটি অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে বলেন। এ সময় কাবী দাম্ভিকতার সঙ্গে এসআইকে বলেন, ‘আমি যাব না; আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি মনজিল ভাইয়ের শ্যালক, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট।’ শাওন যার কথা উল্লেখ করেছেন, সেই মনজিল ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
থানায় অভিযোগ দেওয়া নুরে আলম বলেন, ‘আমরা প্রাইভেটকারে লক্ষ্মীপুরের রায়পুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জে বেড়াতে যাচ্ছিলাম। বর্ডার নামক স্থানে আমাদের গাড়ির সামনে থাকা লরিকে ওভারটেকের চেষ্টা করলে ডানপাশে সামনে থেকে আরেকটি গাড়ি আসতে দেখি। এ জন্য আমাদের গাড়ি এগোতে পারছিল না। এতে পেছনে থাকা মোটরসাইকেল পড়ে যায়। এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। পরে গৃদকালিন্দিয়ার জোড়কবর নামক স্থানে বাইক আরোহীরা আমাদের গাড়ির গতিরোধ করেন।’ তিনি বলেন, ‘এক পর্যায়ে তৃতীয় পক্ষ হিসেবে শাওন ঘটনাস্থলে এসে বাগ্বিতণ্ডায় জড়ান। তিনি আমাদের হেনস্তা করেন। বাধ্য হয়ে আমরা বিষয়টি পুলিশকে জানাই। এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এলে শাওন দাম্ভিকতার সঙ্গে কথা বলেন।’
হেনস্তার শিকার চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, ‘বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেল থেকে পড়ে দুজন আহত হন। পরে কয়েক যুবক তাদের জিম্মি করলে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতেই আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাকে থানায় আসতে বললে তিনি ওসিকে আসতে বলেন। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।’
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘রাতেই শাওন নামের ওই ছাত্রদল নেতাকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
ছাত্রদল নেতা তন্ময় দত্ত গ্রেপ্তার
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁকে পুরানবাজার লোহারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।