Monday, March 17, 2025

জাতীয় পার্টিকে বর্জন করুন, রংপুরবাসীর উদ্দেশে রাশেদ খান

আরও পড়ুন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। একটা কুলাঙ্গার পার্টি। এই পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমি রংপুরবাসীকে বলব, জাতীয় পার্টিকে বর্জন করুন। জাতীয় পার্টি বাংলাদেশকে কলুষিত করেছে।

গণঅধিকার পরিষদের রংপুর জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলে রংপুরে গিয়ে তিনি এ কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, জাতি একটি সংকটময় মুহূর্ত পার করছে। আগামীতে কবে ইলেকশন হবে এ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। গণহত্যার বিচারের আমরা যে ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেছিলাম, গত সাত মাসেও সে ধরনের পদক্ষেপ লক্ষ্য করছি না।

আরও পড়ুনঃ  দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে: আইন উপদেষ্টা

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন। আমরা মনে করি, এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। তার আগে প্রয়োজনীয় সংস্কার সরকারকে করতে হবে। একই সঙ্গে গণহত্যার বিচার হতে হবে, সেটা নিয়ে তালবাহানা চলবে না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, এটি আমাদের স্পষ্ট ভাষা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ