খতমে তারাবিহ পড়ায়তে পড়াইতে হাফেজের মৃত্যু।
খতমে তারাবিহ পড়াইতে পড়াইতে হাঃ রবিউল ইসলাম নামে একজন হাফেজের মৃত্যু হয়। তাহার বাড়ি সাতক্ষীরা সদর থানার অন্তর্গত,,ব্রম্মরাজপুর ইউনিয়নের মাঝখুলা গ্রামে।
, তিনি প্রতিদিন এর মতে ১০রমজানে তারাবিহ পড়ানোর জন্য বাড়ি থেকে বাহির হয়ে মসজিদে জান তারাবিহ পড়াইতে,,ইশা নামাজ শেষ সুন্নত শেষ করে তারাবিহর নামাজের ইমামতি করার জন্য দাড়িয়ে যায় ৪রাকাত তারাবিহ শেষ করে।
তার শরীর একটু খারাপ করে তখন মসজিদ ভর্তি মুসুল্লিদের নিয়ে তিনি তাহার জন্য দোয়া করা শুরু করেন,, দোয়া করতে করতে তাহার জায়নামাজের পাটি তে মৃত্যু হয়। হাঃ রবিউল ইসলাম এর মৃত্যু তে এলাকা বাঁশি সবাই শোকাহত।
আপনার মতামত লিখুনঃ