Saturday, March 15, 2025

মা হলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী, কিন্তু বাবা কে?

আরও পড়ুন

খাগড়াছড়ির দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী রাস্তার পাশে প্রসববেদনায় কাতর হয়ে পড়েন। খবর পেয়ে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। তবে নবজাতকের বাবা কে, তা জানা যায়নি।

আজ রবিবার (২ মার্চ) দুপুরে দীঘিনালা বাসস্টেশন এলাকায় ওই নারীকে ছটফট করতে দেখেন যুব রেড ক্রিসেন্টের সদস্য ফাহিম। পরে রেসকিউ টিমের সহযোগিতায় কয়েকজন স্বেচ্ছাসেবী দ্রুত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুনঃ  পুলিশের ওপর বাম নেতাকর্মীদের হামলার অভিযোগে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারও। চিকিৎসকেরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স ও যুব রেড ক্রিসেন্টের ৪ জন স্বেচ্ছাসেবী দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর সাড়ে ১২টার দিকে স্বাভাবিকভাবে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতক আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানা যায়।

আরও পড়ুনঃ  ঢেউয়ের কবলে বড় ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ দিলো ছোট ভাই

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে তাদের নিরাপত্তা ও প্রতিপালনের জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

দীঘিনালা উপজেলার যুব রেড ক্রিসেন্ট টিমের সমন্বয়কারী হাসান মোর্শেদ রিফাত বলেন, ‘মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করেছি। প্রশাসনের সহযোগিতায় মায়ের চিকিৎসা নিশ্চিত করতে পেরেছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ