Sunday, April 27, 2025

লঞ্চ থেকে নদীতে পড়ার দেড় ঘণ্টা পর জীবিত নারী উদ্ধার

আরও পড়ুন

লঞ্চ থেকে নদীতে পড়ার দেড় ঘণ্টা পর জীবিত নারী উদ্ধার
লঞ্চ থেকে নদীতে পড়ার দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে মাসুমা আক্তার (৪২) নামে এক নারীকে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম এস ইকবাল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুমা আক্তার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাচনমেঘ গ্রামের শেখ বাড়ির বারাকাত উল্যাহর স্ত্রী।

চাঁদপুর সদর নৌ থানা সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৯টায় মাসুমা আক্তার চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ঈগল-৩ লঞ্চযোগে রওনা দেন। মেঘনা নদীতে বেলা ১০টার দিকে সদর উপজেলার তপুরচন্ডি ইউনিয়নের আনন্দ বাজার এলাকার লঞ্চের ভাড়া দেওয়ার জন্য ব্যাগ থেকে টাকা বের করেন। একটি টাকা বাতাসে উড়ে যেতে থাকলে তা ধরতে গেলে পা পিছলে চলন্ত লঞ্চ থেকে তিনি নদীতে পড়ে যান।পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নৌ পুলিশ বেলা সাড়ে ১১টায় তাকে জীবিত উদ্ধার করে।

আরও পড়ুনঃ  গোসলে নেমে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়লো সিসি ক্যামেরায়!

চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএমএস ইকবাল বলেন, মাসুমা আক্তার নদীতে পড়ার পরে সাঁতার কাটতে থাকেন। স্থানীয় লোকজন ও জেলেদের সহযোগিতায় নৌ পুলিশ দেড় ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করে। পরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সুস্থ করে তোলা হয়। তারপরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ