Sunday, March 16, 2025

গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে বেরিয়ে নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে রিফাত

আরও পড়ুন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছিলেন দলটির সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ। তবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তিনি।

এদিন জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক ঘোষণায় ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক।

শুক্রবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ)। ওই পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান স্রষ্টার প্রতি যার হাতে আমার প্রাণ, আমার ভাগ্য।’ তিনি আরো বলেন, ‘আমি ছাত্র রাজনীতিই ক্যারি করতে চেয়েছিলাম আরো কয়েকবছর। এইটাই আমার স্বপ্ন ছিলো।

আরও পড়ুনঃ  অভিনেতা রাসেল মিয়াকে খুঁজছে পুলিশ

কিন্তু রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলে যুক্ত হতে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। জুলাই অভ্যুত্থানের দেয়া ওয়াদা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ