Sunday, March 16, 2025

তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নেতা (হেডমাঝি) মোহাম্মদ নুর (২৫)। পথিমধ্যে তাকে ঘিরে ধরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউপির ওয়ালাপালং এলাকার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ ব্লকে এ ঘটনা ঘটে। মিয়ানমারের রাখাইনের মংডু থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন নুর। তিনি ওই ব্লকের আবু সৈয়দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  মতিয়া চৌধুরী আর নেই

তিনি বলেন, গত বছর রমজানেও নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে অধিকতর তদন্তের পর মূল রহস্য জানা যাবে। আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

নুরের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ