Sunday, March 16, 2025

পুলিশের হাতে কামড় দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পলাতক ধর্ষণ মামলার আসামি শাহনেওয়াজ আবির রাজুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

ওসি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১ তথ্যপ্রযুক্তির মাধ্যমে হাতকড়াসহ পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও পুলিশ সদস্যকে আহত করার মামলা রয়েছে।

শাহনেওয়াজ আবির রাজু উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার আজগর আলীর ছেলে।

আরও পড়ুনঃ  সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, হতাহতের শঙ্কা

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে স্থানীয় এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গা ঢাকা দিয়ে অভিযুক্ত রাজু ও তার পরিবারের লোকজন উপজেলার ধনারচর এলাকায় খালা (সাবেক মহিলা ইউপি সদস্য) শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেন।

অভিযোগ পেয়ে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে চালায়।

আরও পড়ুনঃ  সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ জনকে অপহরণ

তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবাসহ অভিযুক্ত রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। এ সময় রাজু ও তার মা এবং খালাতো বোন (শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। হামলায় এসআই আউয়ালে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। অবশেষে ৯দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ