Wednesday, March 12, 2025

মৎসজীবীদের বিক্ষোভ মিছিলে গণজাগরণ মঞ্চের লাকী আক্তার

আরও পড়ুন

জেলেদের ভাষায় জলমহাল নীতিমালা লঙ্ঘন করে বাঁওড় ইজারা দেওয়ার প্রতিবাদে বুধবার (১২ মার্চ) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বাঁওড় মৎসজীবী আন্দোলন। এসময় মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক স্লোগানকন্যাখ্যাত লাকী আক্তারকে।

বাঁওড় মৎসজীবী আন্দোলনের মিছিলের ব্যানারে ‘দুনিয়ার মজদুর, এক হও’, ‘প্রকৃতির জলাধার, মানব না টেন্ডার, বাঁওর মৎস্যজীবীর ন্যায়সঙ্গত অধিকার’সহ প্ল্যাকার্ডে নানা স্লোগান লেখা ছিল। তাদের দাবি, ইজারা বাতিল করে প্রকৃত বাঁওর মৎস্যজীবী জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা বাস্তবায়ন। এছাড়া তাদের সঙ্গে মিছিলে যুক্ত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ব্যানারে লেখা ছিল, বাঁওরের ইজারা বাতিল করে জেলেদের সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  অবশেষে ১০ দিন পর খালে মিলল খোকনের মরদেহ

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মিছিল নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে পর্যন্ত যায়। মিছিলে লাকী আক্তারসহ কমিউনিস্ট পার্টির অন্যান্যদের নেতৃত্ব দিতে দেখা যায়।

প্রসঙ্গত, লাকী আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) রাতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, লাকী শাহবাগে গণজাগরণ মঞ্চ-২ আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাই শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

আরও পড়ুনঃ  হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

এ সময় তাদের ‘ওয়ান টু-থ্রি-ফোর, শাহবাগ নো মোর’, ‘তেরো না চব্বিশ, চব্বিশ চব্বিশ’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ল-তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ