Sunday, March 16, 2025

মসজিদে ঢুকে ৩ ভাইকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাইকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব। ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল থেকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। আশুলিয়ার কাঁঠালতলা জামে মসজিদে আত্মগোপনে ছিলেন তিনি।

বুধবার (১২ মার্চ) দুপুরে বরিশালে র‍্যাব-৮-এর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। গ্রেপ্তারকৃত প্রধান আসামি হোসেন সরদার নিহত তিন ভাইয়ের আপন চাচা। বালু উত্তোলন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত

কর্নেল নিস্তার আহমেদ বলেন, বালু ব্যবসা ও বালু মহালের ইজারা নিয়ে বিরোধের সূত্র ধরে হোসেন সরদারের নেতৃত্বে গত ৮ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ৮০-৯০ জনের একটি দল সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে পাশের সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। এ সময় হোসেন সরদারের নেতৃত্বে সন্ত্রাসীরা মসজিদে ঢুকে সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদারকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এছাড়া তাদের চাচাতো ভাই পলাশ সরদারকে (১৮) গুরুতর জখম করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা আরও পাঁচজনকে কুপিয়ে জখম করে এবং চারটি বাড়িতে আগুন দিয়ে লুটপাট করে।

আরও পড়ুনঃ  ঢেউয়ের কবলে বড় ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ দিলো ছোট ভাই

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে মোট ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। র‍্যাব-৮-এর অধীনে মাদারীপুর ক্যাম্পের পৃথক অভিযানে সুমন সরদার (৩৩) নামে এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ