Thursday, March 13, 2025

কনকচাঁপার বক্তব্যের সময় ভুয়া ভুয়া স্লোগান বিএনপি নেতাকর্মীদের

আরও পড়ুন

সিরাজগঞ্জের কাজীপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন একই দলের নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানান সমালোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার আলমপুর চৌরাস্তায় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি কর্তৃক কাজীপুর সংসদীয় আসনের এক জরুরি আলোচনা সভার মঞ্চে বক্তব্য প্রদানকালে এই ঘটনা ঘটে।

কনকচাঁপার বক্তব্যের সময় ভুয়া ভুয়া স্লোগান বিএনপি নেতাকর্মীদের

সভায় উপস্থিত থাকা একাধিক বিএনপি নেতা জাগো নিউজকে জানান, কনকচাঁপা বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সদ্য সাবেক কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করেন। এতে সভার মঞ্চের সামনে থাকা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে অবস্থা বেগতিক দেখে কনকচাঁপা উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ  ব্যর্থতা স্বীকার করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার (রানা) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্মেলন প্রস্তুত কমিটির পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ ওই আসনে একটি জরুরি সভা ছিল। ওই সভায় কনকচাঁপাও একজন সদস্য। সভায় কনকচাঁপার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ