Saturday, March 15, 2025

ব্যক্তি স্বাধীনতার কোন মাত্রা নাই,রমজান মাসেও রাস্তায় দাঁড়িয়ে খেতে পারা ব্যক্তি স্বাধীনতা:খালেদ মুহিউদ্দীন

আরও পড়ুন

এবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে প্রশ্নবিদ্ধ করলেন খালেদ মুহিউদ্দীন।লক্ষ্মীপুর জেলা শহরে রোজা না রাখায় খাবার হোটেল থেকে বের করে এক বৃদ্ধসহ তিন ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করানোর ঘটনা নিয়ে ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে খালেদ মুহিউদ্দীনের লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে প্রশ্নের সম্মুখীন হন সামান্তা শারমিন।

খালেদ মুহিউদ্দীন জানতে চান, “এটার ব্যাপারে এনসিপির কি সিদ্ধান্ত? এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, এই ধরনের কাজ করানোর জন্য কান ধরিয়ে উঠবস করানো সাপোর্ট করে কিনা?”

আরও পড়ুনঃ  উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ পাওয়া খলিলুর রহমানের পরিচয়

সামান্তা শারমিন জিজ্ঞেস করেন ব্যক্তি স্বাধীনতার মাত্রা কতটুকু?

অনুষ্ঠান উপস্থাপক খালেদ মুহিউদ্দীন বলেন,“ব্যক্তি স্বাধীনতার কোন মাত্রা নাই। ব্যক্তি ব্যক্তির স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত। আপনার জন্য সিআরপিসি আছে। পেনাল কোড আছে। এর বাইরে যদি সে কোন কিছু করে, সেটা আইনভাবে ব্যবস্থা নিবে।”

খালেদ মুহিউদ্দীন আরও জানান,“আমি নিজে নিজে রাস্তায় দাঁড়িয়ে খেতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাসেও।”

সামান্তা ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার জানতে চাইলে খালেদ মুহিউদ্দীন বলেন,“ব্যক্তি স্বাধীনতার কোন সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন, আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য। এই টোকাটা একটা ক্রাইম, আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ি না। আমি আপনাকে টোকা দিতে পারবো না। কিন্তু আমি নিজে নিজে রাস্তায় দাঁড়িয়ে খাইতে পারবো। এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলেও।”

আরও পড়ুনঃ  ভারতীয় হাইকমিশনে বিএনপির দেওয়া স্মারকলিপিতে যা আছে

সামান্তা বলেন,“যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবস করায় তার পাওয়ার শো করে, এর কোন সমতা নাই, এর কোন আর্গুমেন্ট নাই, এটা কোন আলোচনা না।তিনি আরও বলেন,“এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করছে। তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায়। এটা করা ঠিক হয় নাই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ