Sunday, March 16, 2025

সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালনে ভাবতে বললেন তারেক রহমান

আরও পড়ুন

সারা বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপনের বিষয়টি নিয়ে ভাবতে আলেম-ওলামার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (২ মার্চ) ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

এসময় খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একদিনেই পালন করে জানিয়ে তারেক রহমান বলেন, আমরা চিন্তা করে দেখতে পারি কি না, সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ একই দিনে পালন করতে পারি কি না। এ বিষয়টি চিন্তা করার জন্য আমি আলেম-ওলামাদের অনুরোধ করব।

আরও পড়ুনঃ  আর খেলা হবে না এবার শুধুই ইবাদত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ উদযাপনের ব্যাপারে কেউ কেউ দাবি তুললেও সিংহভাগ আলেমের এতে সায় নেই। তারা জানান, একই দিনে রোজা ও ঈদ উদযাপনের স্লোগানটি আবেগি, বাস্তবসম্মত নয়। চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ উদযাপনের কথা বলা হয়েছে হাদিসে। একই দিনে রোজা ও ঈদ উদযাপনের কথা কোথাও বলা হয়নি।

আরও পড়ুনঃ  রাইসির দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে

আলেমরা বলেন, সর্বক্ষেত্রে সৌদি আরব বা আন্তর্জাতিক অভিন্ন সময় মানা হলে পাঁচ ওয়াক্ত নামাজের বেলায় কী হবে? অঞ্চলগত ব্যবধানে দেখা যায়, আমরা যখন ফজরের নামাজ আদায় করি, সৌদির মানুষ তখন ঘুমিয়ে। আমাদের দেশে যখন এশার ওয়াক্ত, তখন ওই দেশে আসরের ওয়াক্ত শেষ হয় না। মাসের ক্ষেত্রে এক-দুই দিনের পার্থক্য খুবই স্বভাবিক নয় কি?

বিশেষজ্ঞ আলেমরা বলেন, যে বিষয় গোড়া থেকেই সম্ভব নয় বা যে বিষয় পালনে অনেক জটিলতার সৃষ্টি হয়, শরিয়ত কখনো এমন বিষয়ের আদেশ করে না। এজন্য বিশ্বব্যাপী একই দিনে রোজা ও ঈদ করা শরিয়তের নির্দেশ হতে পারে না।

আরও পড়ুনঃ  আমাকে ‘স্যার’ বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: নাহিদ

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ