Sunday, March 16, 2025

নড়াচড়া করছে না, আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি

আরও পড়ুন

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির মা জানিয়েছেন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তাঁর মেয়ে নড়াচড়া করছে না। মেয়েটির অবস্থা সংকটাপন্ন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

শিশুটির মা বলেন, ‘আজও সে নড়াচড়া করছে না।

তাকে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। সবার কাছে দোয়া চাই।’ এ সময় ধর্ষণে জড়িতদের ফাঁসি দাবি করেন তিনি।
এদিকে শিশুটিকে ধর্ষণের মামলার তিন আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৪ বছরের ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করেন মা

গতকাল মাগুরা কারাগার থেকে তিনজনকে ঢাকার মালিবাগে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নিয়ে আসে পুলিশ। এরপর ডিএনএ ম্যাচিংয়ের জন্য ফরেনসিক বিভাগ নমুনা সংগ্রহ করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ