Thursday, March 13, 2025

বিএনপি নেতার নেতৃত্বে সালিসে জুতাপেটা, অপমানে যুবকের আত্মহত্যা

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি নেতার নেতৃত্বে সালিসে জুতাপেটার কারণে অপমানে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত আলাল সদর ইউনিয়নের খোষকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে হাঁস চুরির অভিযোগে আলালসহ কয়েকজনের বিরুদ্ধে সালিস বসান স্থানীয় বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। বিএনপির নেতার নেতৃত্বে বসা সালিসে খোষকান্দি গ্রামের আবদুর রহমান, মনাইখালি গ্রামের লিটন ও জনি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  এক মঞ্চে ঐক্যের ডাক দিলেন দেশের প্রধান ছাত্র সংগঠনের নেতারা

এ সময় হাঁস চুরির অভিযোগে আলালসহ অন্যদের ১৫টি জুতার আঘাত ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই রাত ১১টায় আত্মহত্যা করেন আলাল।

সালিসকারকদের একজন নজরুল ইসলাম জানান, ‘গ্রামের মোশারফের ৪টি হাঁস চুরির অভিযোগে আলালসহ ৫ জনের বিরুদ্ধে সালিস সভা হয়। রায়ের পর আলাল সারাদিন ভালোই ছিল। কিন্তু রাতে আত্মহত্যা করে।’

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ