Thursday, March 13, 2025

প্রতিপক্ষের হামলায় মাথা ফাটল বিএনপি নেতার

আরও পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় ইউসুফ হোসেন (৫৭) নামে বিএনপির এক নেতার মাথা ফেটে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার নুরনগর মাছের আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে যুবদল নেতা সাদিকুর রহমান আহত হয়েছেন। দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ইউসুফ নুরনগর গ্রামের বাসিন্দা। তিনি জেলা তাঁতী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন। স্থানীয় মিজানুর রহমান ও তাঁর লোকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও এখন বিএনপির এক পক্ষের হয়ে কাজ করছেন বলে নেতাকর্মীরা দাবি করেছেন।

আরও পড়ুনঃ  সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস চলেনা, এটা তো সিস্টেম: উপ-খাদ্য পরিদর্শক

ইউসুফের ভাষ্য, তাদের লোকজন মঙ্গলবার নিজেদের ক্ষেতে নাবি ধান কাটার কাজ করছিলেন। এ সময় মিজানুর লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি সেখানে গেলে মিজানের নেতৃত্বে ১০-১২ জন চড়াও হন।

মিজানুর আগে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন অভিযোগ করে আবু ইউসুফ বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর হঠাৎ ভোল পাল্টে স্থানীয় বিএনপি নেতাদের একাংশের মদদে তিনি যা খুশি তা করে বেড়াচ্ছেন।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশে কখনও ইসলামি চরমপন্থীরা ক্ষমতায় আসবে না’

প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়, পাল্টা অভিযোগ করে মিজানুর রহমান বলেন, দীপু মনির সঙ্গে দু-একবার দেখা হওয়ায় ছবি থাকলেও কখনও তিনি তাঁর সহকারী ছিলেন না। জনসমর্থনে তাঁকে হারাতে না পারার কৌশল হিসেবে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আবু ইউসুফসহ আরেকজনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ