Sunday, March 16, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও সদর উপজেলার কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন পদবঞ্চিত শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের এনএস রোড পৌর বাজারের সামনে থেকে এই মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। বিগত ১৬ বছরে যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের দালালি করেছেন তাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। কমিটি পাওয়ার পর থেকেই টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন আহ্বায়ক ও সদস্যসচিবসহ এই কমিটির বেশ কয়েকজন নেতাকর্মী।

আরও পড়ুনঃ  পলকের সঙ্গেও ছিলেন, এখন বিএনপির সমাবেশেও আছেন

তিরা আরও বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে আন্দোলনের সময় কখনো তাকে দেখা যায়নি। তবুও বিশেষ ক্ষমতায় তাকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া মোস্তাফিজুর রহমান এই জেলার বাসিন্দা না হয়েও তাকে জেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন শিক্ষার্থীরা। তাই এই আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবিও জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আনভি বলেন, আমরা আন্দোলন-সংগ্রামে যারা ছিলাম, তাদের কমিটিতে রাখা হয়নি। আপনারা আন্দোলনের ফুটেজ দেখেন। আমরা এই কমিটি মানি না। এই কমিটি বাতিল করতে হবে।

আরও পড়ুনঃ  নগদের ২৪৭৮১ পরিবেশক, এজেন্ট ও কর্মকর্তা বরখাস্ত

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আয়াশ, নাবিল, রাব্বি, পারভেজ, আনভি আলিফ, আনাস, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ