Sunday, March 16, 2025

ওসিকে ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা’ বলে হেনস্তার চেষ্টা

আরও পড়ুন

ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘ছাত্রলীগের সাবেক নেতা উল্লেখ করে’ হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় (ওসি) মনিরুল হক ডাবলুর অফিস কক্ষে এই ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার নবনিযুক ওসি মনিরুল হক ডাবলুর কক্ষে প্রবেশ করে হেনস্তার চেষ্টা করে সুমন নামে এক ব্যক্তি। এসময় আশুলিয়া থানায় ওসির কক্ষে হট্টগোল শুরু হলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিএনপি অফিসের পিয়ন পরিচয়দানকারী সুমনের কাছের তার পরিচয় জানতে চাই।

আরও পড়ুনঃ  একি সুখবর দিলেন মুস্তাফিজুর রহমান

পরে তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাকে এখানে পাঠিয়েছেন, ওসি ছাত্রলীগ করতো সেটি তদন্ত করতে। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া লোকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আমি সাংবাদিক ভাইদের সাথে কথা বলতেছি এমন সময় হঠাৎ একজন ব্যাক্তি এসে বিএনপি অফিস থেকে তাকে তদন্ত করতে পাঠিয়েছে এই বলে আমাকে বিব্রত করার চেষ্টা করেন। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে সটকে পড়েন ওই যুবক।

আরও পড়ুনঃ  খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো করা হয় এমপির মরদেহ, হাড়হিম তথ্য

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নজরে আসে।

তিনি আরো জানান, বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেয়া সুমন একজন প্রতারক, সে বিএনপি অফিসের কেউ না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফোন করে অনুরোধ জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ